Ticker

6/recent/ticker-posts

অনন্যা কাদম্বিনী - সুবীরকুমার চট্টোপাধ্যায়

amarboi
অনন্যা কাদম্বিনী
সুবীরকুমার চট্টোপাধ্যায়

কাদম্বিনী গঙ্গোপাধ্যায় বাংলার প্রথম মহিলা ডাক্তার। জীবনে প্রতিটি পাতাকে এগােতে হয়েছে লড়াই করে। সমাজ প্রতিকূল। সমাজপতিরা রক্ষণশীলতার দুর্গে আবদ্ধ। তারই মধ্যে আধুনিকতার অভিমুখে তার যাত্রা। অকুতােভয় তিনি। বিয়ে করলেন নিজের মনােমত পাত্রকে। জাহাজে একা পাড়ি দিলেন বিদেশে। নিয়ে এলেন একের পর এক বিলিতি ডিগ্রি। যােগ দিলেন ইডেন ও লেডি ডাফরিন হাসপাতালে। খুলে বসলেন চেম্বার। কুৎসাছড়ানাে হল তার নামে। প্রতিকারের আশায় আদালতের শরণাপন্ন হলেন। সংগ্রামী এই নারীর জীবন ও কর্মকে ধরে রাখা হয়েছে এই বইয়ের দুই মলাটের মধ্যে। শুধু কী তাই। সেকালের সংবাদ-সাময়িকপত্রের জীর্ণ পৃষ্ঠা থেকে দুর্লভ সব খবর উদ্ধার করে পেশ করা হয়েছে একালের পাঠকের দরবারে। একই সঙ্গে আছে একটি নাটক। নাট্যকারের কল্পনায় উদ্ভাসিত কাদম্বিনী—যেটি পড়ে পাঠক আবিষ্কার করবেন অনন্যা এই নারীকে। এই অনন্যা নারীর প্রকৃত রূপকার তাে দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। তার জীবন ও কর্মের অনুপুঙ্খ বিশ্লেষণও ধরা আছে এই বইতে। সব মিলিয়ে নিবিড় গবেষণা ও সৃষ্টিধর্মী সাহিত্যের যুগলবন্দি।

লেখক সুবীরকুমার চট্টোপাধ্যায় বইটি বইয়ের হাটকে পাঠিয়েছেন যেন এটি অনেক পাঠকের পড়ার সুযোগ হয়। আমরা বইয়ের হাটের পরিবারে পক্ষ থেকে তাঁর দীর্ঘায়ু কামনা করি। আশাকরি পাঠকদের বইটি ভালো লাগবে।

বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক! সাধ্যের মধ্যে থাকলে বইটি কিনবেন এই প্রত্যাশা রইলো।