চিন্তার দুর্দশা - গায়েত্রী চক্রবর্তী স্পিভাক
প্রণবেশ সেন স্মরক বক্তৃতা ২০১৯
গায়েত্রী চক্রবর্তী স্পিভাক । উত্তর উপনিবেশের যুগে বিশ্বের প্রথম সারির তাত্ত্বিকদের একজন । কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এই বুদ্ধিজীবী কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের বহু প্রতিষ্ঠানে পড়িয়েছেন ।
প্রণবেশ সেন স্মরক বক্তৃতা ২০১৯
গায়েত্রী চক্রবর্তী স্পিভাক । উত্তর উপনিবেশের যুগে বিশ্বের প্রথম সারির তাত্ত্বিকদের একজন । কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এই বুদ্ধিজীবী কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের বহু প্রতিষ্ঠানে পড়িয়েছেন ।
বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক! সাধ্যের মধ্যে থাকলে বইটি কিনবেন এই প্রত্যাশা রইলো।