Ticker

6/recent/ticker-posts

জে. ডি. বার্নালের ইতিহাসে বিজ্ঞান অনুবাদঃ আশীষ লাহিড়ী

amarboi
জে. ডি. বার্নালের ইতিহাসে বিজ্ঞান
অনুবাদঃ আশীষ লাহিড়ী

আজ বিজ্ঞানের পেছনে যে-পরিমাণ সম্পদ ব্যয় করা হচ্ছে তা অভূতপূর্ব, কিন্তু তার প্রধান অংশটাই ধ্বংসের আয়োজনে আর ধ্বংসসাধনে ব্যয়িত হচ্ছে, বইটির মধ্যে এর ইঙ্গিত যথেষ্ট স্পষ্টভাবেই দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে এ বইতে একটি আশাবাদী সুরই ধ্বনিত হয়েছে, কিন্তু প্রধানত বিজ্ঞানের অতীত সাফল্যের ভিত্তিতেই সেই আশার সুর রচিত। আসলে ঠিক যে-কারণে বিজ্ঞানের এত বাড়বৃদ্ধি, সেই কারণেই তা পথভ্রষ্ট হয়েছে—অর্থাৎ পুঁজিতান্ত্রিক ও সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে যুক্ত থাকার দরুন। এই বইতে উনিশ ও বিশ শতকে বিজ্ঞানের ইতিহাস নিয়ে আলোচনা করে তার সম্ভাব্য শক্তি কতখানি তা নির্দেশ করা হয়েছে; যেসব নব নব শক্তি বিকশিত হচ্ছে তাদের সাহায্যে যে কী বিপুল সাফল্য অর্জন করা যায়, কীভাবে তাদের ব্যবহার করা যায়, তা দেখানো হয়েছে। আরও দেখানো হয়েছে যে সেইভাবে তাদের ব্যবহার করা হচ্ছে না। এরকম মনে করা সংগত যে ফলিত বিজ্ঞানের এই বিধ্বংসী দিকটার মূলে রয়েছে মুনাফা অর্জনের তাড়না। সেই তাড়নার সহযোগী রূপে মাথা চাড়া দিচ্ছে শ্রেষ্ঠত্বের অভিমান এবং আগ্রাসী মনোভাব।


প্রকাশকঃ আনন্দ
দামঃ ৬০০ রুপি
বইটির অংশবিশেষ ডাউনলোড করুন নিচের লিঙ্কে


বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক! সাধ্যের মধ্যে থাকলে বইটি কিনবেন এই প্রত্যাশা রইলো।