Ticker

6/recent/ticker-posts

একুশের স্মারকগ্রন্থ সাতাশি - সেলিনা হোসেন সম্পাদিত

amarboi
একুশের স্মারকগ্রন্থ সাতাশি
সেলিনা হোসেন সম্পাদিত
'একুশের স্মারকগ্রন্থ সাতাশি' সমগ্র ফেব্রুয়ারি মাসব্যাপী মহান শদীদদের স্মৃতির প্রতি বাংলা একাডেমী নিবেদিত অনুষ্ঠানমালার বিবরণসমৃদ্ধ একটি সঙ্কলন। ১৯৮৬-৮৭ অর্থ বৎসরে একাডেমীর যেসব কার্যক্রম বাস্তবায়িত হয়েছে এই গ্রন্থে তার বিস্তারিত পরিচয় আছে। প্রতিষ্ঠা-দিবস, বার্ষিক সাধারণ সভা, বাংলা একাডেমী বক্তৃতামালা প্রভৃতি অনুষ্ঠান এ প্রসঙ্গে উল্লেখ্য। এই স্মারকগ্রন্থের অতিরিক্ত আকর্ষণ ‘একুশের স্মৃতিচারণ'। এই পর্যায়ে ভাষা-আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠ- ভাবে যুক্ত জনাব আবদুল মতিন, জনাব কাজী গোলাম মাহবুব, ডক্টর সুফিয়া আহমেদ ও অধ্যাপক সৈয়দ কমরুদ্দীন হুসেইনের লেখা অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া একাডেমীর প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন পরিচালক ও মহাপরিচালকদের সাক্ষাৎকারও এই সঙ্কলনের গুরুত্ব বাড়িয়েছে।
বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক! সাধ্যের মধ্যে থাকলে বইটি কিনবেন এই প্রত্যাশা রইলো।