Ticker

6/recent/ticker-posts

পরকীয়া প্রেম - সুনীল গঙ্গোপাধ্যায়

amarboi
পরকীয়া প্রেম - সুনীল গঙ্গোপাধ্যায়
সুনীল গঙ্গোপাধ্যায়-এর জন্ম ২১ ভাদ্র, ১৩৪১ (৭ সেপ্টেম্বর, ১৯৩৪), ফরিদপুর, বাংলাদেশ। শিক্ষা: কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এন এ। টিউশনি দিয়ে কর্মজীবনের শুরু। তারপর নানা অভিজ্ঞতা৷ আমৃত্যু আনন্দবাজার সংস্থার দেশ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। প্রথম রচনা শুরু কবিতা দিয়ে। কৃত্তিবাস’ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক। কবি হিসেবে যখন খ্যাতির চূড়ায়, তখন এক সময় উপন্যাস রচনা শুরু করেন। প্রথম উপন্যাস: ‘আত্মপ্রকাশ। শারদীয় ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত। প্রথম কাব্যগ্রন্থ: ‘একা এবং কয়েকজন। ছােটদের নহলেও সমান জনপ্রিয়তা। আনন্দ পুরস্কার পেয়েছেন দু’বার, ১৯৮৩-তে পান বঙ্কিন পুরস্কার। ১৯৮৫-তে সাহিত্য অকাদেমি পুরস্কার। ২০০৪-এ সরস্বতী সম্মান। ছদ্মনাম ‘নীললােহিত। আরও দু'টি ছদ্মনান— ‘সনাতন পাঠক' এবং 'নীল উপাধ্যায়। প্রয়াণ: ২৩ অক্টোবর, ২০১২।
বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক! সাধ্যের মধ্যে থাকলে বইটি কিনবেন এই প্রত্যাশা রইলো।

Post a Comment

0 Comments