জয় গোস্বামী-এর জন্ম ১০ নভেম্বর ১৯৫৪, কলকাতায়। শৈশব, কৈশোর কেটেছে রানাঘাটে৷ এখন কলকাতাবাসী। শিক্ষা: একাদশ শ্রেণি পর্যন্ত, রানাঘাটেই। দেশ পত্রিকাতে চাকরি করেছেন ১৬ বছর। এখন ‘সংবাদ প্রতিদিন’-এ কর্মরত। আনন্দ পুরস্কার পেয়েছেন দু’বার। ১৯৯০-এ ‘ঘুমিয়েছো, ঝাউপাতা?’ কাব্যগ্রন্থের জন্য এবং ১৯৯৮-এ ‘যারা বৃষ্টিতে ভিজেছিল’ কাব্যোপন্যাসের জন্য। ১৯৯৭-এ পেয়েছেন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার, ‘বজ্রবিদ্যুৎ-ভর্তি খাতা’ কাব্যগ্রন্থের জন্য। বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার (১৯৯৭) ‘পাতার পোশাক’ এবং সাহিত্য অকাদেমি পুরস্কার (২০০০) ‘পাগলী, তোমার সঙ্গে’ কাব্যগ্রন্থের জন্য। আমেরিকার আইওয়া আন্তর্জাতিক লেখক শিবিরে আমন্ত্রিত হয়েছেন ২০০১ সালে। ২০০৯ সালে গিয়েছেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে। ২০১০ সালের মে মাসে বেইজিং ও সাংহাইতে আয়োজিত ‘অলমোস্ট আইল্যান্ড ডায়লগ’-এ যোগ দিয়েছেন চিন দেশের কবি-লেখকদের সঙ্গে। সারাজীবনের সাহিত্যকৃতির জন্য ২০১১ সালে পেয়েছেন ভারতীয় ভাষা পরিষদ কর্তৃক প্রদত্ত ‘রচনাসমগ্র’ পুরস্কার এবং একই বছরে পেয়েছেন IIPM-এর দেওয়া ‘মাইকেল মধুসূদন দত্ত মেমোরিয়াল অ্যাওয়ার্ড।’
বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক! সাধ্যের মধ্যে থাকলে বইটি কিনবেন এই প্রত্যাশা রইলো।
0 Comments