Ticker

6/recent/ticker-posts

দুর্বিন শাহ সমগ্র

দুর্বিন শাহ সমগ্র
দুর্বিন শাহ সমগ্র

দুর্বিন শাহ বাংলা লোক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ভাষ্যকার। এ সাধক-বাউলের গান প্রাণবান ও অসামান্য। লালন, রাধারমণ, হাসন রাজা কিংবা শাহ আবদুল করিমের গান যেভাবে এপার-ওপার দুই বাংলার বাঙালিদের কাছে পৌঁছেছে সে তুলনায় দুর্বিন শাহর গান এতটা পৌঁছেনি। অথচ তাঁর গানের ভাষার বিশেষত্ছেব ও স্বতঃস্ফুর্ত উপস্থাপন শ্রোতাদের গভীর আনন্দের খোরাক যোগায়। তিনি যেমন একদিকে গানের রচয়িতা ও গায়ক ছিলেন এবং অন্যদিকে নিজের গানের সুরারোপও করেছিলেন। আপাতদৃষ্টিতে তাঁর গান চিত্তবিনোদনের খোরাক যুগালেও এসব গানের মর্মকথা স্বতন্ত্র দর্শন হিসেবে বিভিন্ন পরিসরে ছড়িয়ে পড়েছে। সবমিলিয়ে দুর্বিন শাহ রচনাসমগ্র গ্রন্থটি সাধারণ পাঠক ও গীতরসিকদের কাছে সমাদৃত হবে।

বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক!

Post a Comment

0 Comments