Ticker

6/recent/ticker-posts

রাধাকৃষ্ণ | স্বপ্নময় চক্রবর্তী

রাধাকৃষ্ণ | স্বপ্নময় চক্রবর্তী
আহা, বসন্তকাল। শিমুল তুলো উড়ছে ফাটা বালিশ থেকে, ফ্যানের হাওয়ায়। প্লাসটিকের বালতি উপছে পড়ছে লাল লাল তুলো আর ব্যান্ডেজের কাপড়ে। রক্তমাখা। হোলিতে রং দেওয়া নিয়ে মারপিটের জের। নার্স, ওয়ার্ডবয়, গ্রুপ ডি-দের ঘাড়, গলা, মাথায় পোস্ট-রং খেলা ছোপ। কে জানে কোন ওয়ার্ড-এর ছাত থেকে ভাঙা গলায় চিল্লাচ্ছে ই এন টি পেশেন্ট কোন কোকিল। ‘হাসপাতালে রেডিয়ো চালিয়ো না’ বলা সত্ত্বেও কার্ড লেখার ঘরে রেডিয়ো চলছে। বসন্তের গান দিয়েছে কোন এফ এম চ্যানেলে—

Post a Comment

0 Comments