Ticker

6/recent/ticker-posts

ব্রেশ্‌ট ও তাঁর থিয়েটার

ব্রেশ্‌ট ও তাঁর থিয়েটার
ব্রেশ্‌ট ও তাঁর থিয়েটার
ব্রেশট নিজেকে দেখতেন এক সুবিশাল প্রকল্প হিসেবে। রচিত থেকে অভিনীত-গীত-শ্রুত যে-সকল শিল্প-মাধ্যম থাকতে পারে বা ছিল তাঁর সমসময়ে, ব্রেশট প্রতিটিতেই পৌঁছে গিয়েছিলেন। আর এখানেই তাঁর মহত্ত্ব, তাঁর মাহাত্ম্য। আগামীকে এমন অব্যর্থভাবে অ্যান্টিসিপেট বোধহয় মুষ্টিমেয় কয়েকজনই শিল্পী-সাহিত্যিকই করতে পেরেছেন। বিংশ শতকের, এমনকি একবিংশ শতকেরও, ভয়, ক্রূরতা, নিষ্ঠুরতা, দ্বিধাদ্বন্দ্ব, দ্বিচারিতা, রাজনীতি, ইতিহাস, ইতিহাসের বিকৃতি, সবকিছুকে ধারণ করে আছেন ব্রেশট। এটিই তো ছিল তাঁর প্রকল্প।
বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক! সাধ্যের মধ্যে থাকলে বইটি কিনবেন এই প্রত্যাশা রইলো।

Post a Comment

0 Comments