তরুণ সমাজের মধ্যে ঝড়ের মতো পরিবর্তন আসছে। এই সেদিন যারা আদর্শের জন্য প্রাণ মান সব খোয়াতে রাজি ছিল, হত্যা করতেও যাদের বাধেনি শুধু আদর্শের নামে, তারাই আজ আবার অন্য খেলায় মেতেছে। আদর্শ কথাটাই কি তাদের কাছে অচ্ছুৎ? তারা কি সম্পূর্ণ মূল্যবোধ বর্জিত? নাকি বিশাল এই তরুণ সমাজকে মাত্র এক পলকে দেখে কোনও সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়! একই সমাজের মধ্যে আছে বহু স্তর। বহু বৈচিত্র্য। প্রবীণদের সঙ্গে নবীনদের সম্পর্কই কি একরকম? কেউ বুঝতে চান না, ‘জেনারেশন গ্যাপ’ নামক পূর্বনির্ধারিত এক ধারণার দিকে অন্ধের মতো এগিয়ে যান। কেউ আবার সেতু নির্মাণে আগ্রহী। এই দশকের তরুণদের কেমন দেখতে লাগছে, আর আসলে তারা কেমন— এই নিয়ে ভাবনা ও বাস্তবের মধ্যে টানাপোড়েনের খেলা দেখিয়েছেন লেখক।
বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক! সাধ্যের মধ্যে থাকলে বইটি কিনবেন এই প্রত্যাশা রইলো।
0 Comments