Ticker

6/recent/ticker-posts

ভারতবর্ষের শিক্ষিত মধ্যবিত্তের মন - অধ্যাপক আবদুর রাজ্জাক

amarboi
ভারতবর্ষের শিক্ষিত মধ্যবিত্তের মন - অধ্যাপক আবদুর রাজ্জাক
ভারতবর্ষের বেশির ভাগ রাজনৈতিক আন্দোলনের অভিষেক ঘটেছে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির হাতে, এটা স্বীকৃত ঘটনা। তারা যা ভেবেছে, যা বলেছে এবং যা করেছে, আন্দোলনের দলিলগুলো সেসবেরও দলিল। এমনকি অন্যরা শরিক হওয়ার পরও আন্দোলনের নেতৃত্ব এই শ্রেণির হাতেই ধরা ছিল। আন্দোলনের আরজিনামা, যুক্তি, দাবিদাওয়া ও হুমকি-ধমকি থেকেই রাজনৈতিক প্রক্রিয়ার পরিণতির ব্যাখ্যা মিলবে; তা ঠিক নয়। কিন্তু আমরা যদি এসব রাজনৈতিক আন্দোলনের চরিত্র বুঝতে চাই, তাহলে ভিনদেশি সরকারের সঙ্গে মধ্যবিত্তের সত্যিকার সম্পর্কের পাশাপাশি কী জাতীয় শিক্ষা তাঁরা পেয়েছিলেন, সেটাও খতিয়ে দেখা উচিত। কেননা, তাঁদের দেওয়া শিক্ষার জোরেই তো এই শ্রেণি ‘শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণি’ হয়ে উঠতে পেরেছিল এবং সেই শিক্ষার দোহাই দিয়েই এরা নেতৃত্বের দাবিদার হওয়াকে জায়েজ করেছিল। ব্রিটিশ শাসনের মৌলিক কিছু দিকের বিরোধিতাই ছিল আন্দোলনগুলোর সারবস্তু। এ বিষয়ে কোনো সন্দেহ না থাকলেও পরিহাসের বিষয় এটাই যে আন্দোলনের বনিয়াদি চিন্তাভাবনাগুলো ছিল ওই সরকারেরই দান। সমগ্র আন্দোলনে লম্বা সময় ধরে ভারতবর্ষের অখণ্ডতার অলঙ্ঘনীয় বিশ্বাস কাজ করে গেছে। কিন্তু এমন চিন্তা তো ছিল ভারতবর্ষে ব্রিটিশ প্রশাসনের আইনি এখতিয়ার বাড়ানোর ফল। ব্রিটিশরা যদি ১৮৪৯ সালে পাঞ্জাব জয় না করত, তাহলে ভারতবর্ষের রাজনৈতিক আন্দোলনের আওতায় পাঞ্জাব আসত কি না সন্দেহ। একইভাবে জাতীয়তাবাদী আন্দোলনের তরফে ১৯৩০-৩১ সালে বার্মাকে ভারতের অন্তর্ভুক্ত করার দাবির পক্ষেও কোনো যৌক্তিকতা ছিল না।

বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক! সাধ্যের মধ্যে থাকলে বইটি কিনবেন এই প্রত্যাশা রইলো।

Post a Comment

0 Comments