Ticker

6/recent/ticker-posts

পুরনো কলকাতার কথাচিত্র - পুর্ণেন্দু পত্রী

পুরনো কলকাতার কথাচিত্র - পুর্ণেন্দু পত্রী
পুরনো কলকাতার কথাচিত্র - পুর্ণেন্দু পত্রী
ভূমিকায় পুর্ণেন্দু পত্রী লিখছেন;

বছর চব্বিশ আগে কী করে যেন একটা বই লিখে ফেলেছিলুম কলকাতাকে নিয়ে। নাম ছিল, শহর কলকাতার আদিপর্ব । বইটা সমাদরও পেয়েছিল কিছুটা ! বেশ কয়েকটি মুদ্রণের পর দীর্ঘকাল অমুদ্রিত পড়ে ছিল সে বই । নতুন করে ছাপতে দেওয়ার সময় মনে হল, গোটা বইটাই নতুন করে লেখা দরকার। ফলে নামটাও পাল্টালো, আকৃতিও বদলালো । সবিনয়ে বলে রাখি, আমি গবেষক নই । যা পড়ি, তাই লিখি । কলকাতার বিষয়ে পড়তে আনন্দ পাই । সেই আনন্দের টানেই লেখা । ইতিহাসের জটিল বিষয়কে কতটা সহজ এবং সুখপাঠ্য করে লেখা যায় সেটাই আমার লক্ষ্য । কলকাতা বিষয়ে নানা মুনির নানা মত । মোটামুটি সমস্ত মতকে সামনে রেখেই গল্প বলার মত করে ইতিহাস বলেছি বা বলতে চেয়েছি । ভুল-ত্রুটি রয়ে গেছে তার মধ্যেও। তবুও যেহেতু ইদানীংকালে কলকাতার কোন ধারাবাহিক ইতিহাস নিয়ে কেউ মাথা ঘামান নি, নিজেকে অযোগ্য জেনেও, সে দায়িত্ব মাথা পেতে নিয়েছি, এইটুকুই আমার দুঃসাহস ।

বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক! সাধ্যের মধ্যে থাকলে বইটি কিনবেন এই প্রত্যাশা রইলো।

Post a Comment

0 Comments