অমর্ত্য সেনের অন্য বইগুলোকে গুরুত্বের বিচারে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। তারপরও ‘জগৎ কুটির’ একটি ভিন্ন মাত্রা নিয়ে উপস্থাপিত হয়েছে। এ বইটি পাঠ করার মধ্য দিয়ে অমর্ত্য সেনকে পরিপূর্ণভাবে চেনার সুযোগ তৈরি হবে বলে মনে করি।
২০২১ সালে প্রকাশিত হয়েছে অমর্ত্য সেনের আত্মজীবনীমূলক বই ‘হোম ইন দ্য ওয়ার্ল্ড’। এর পরের বছর বইটির বাংলা অনুবাদ বের করে কলকাতার আনন্দ পাবলিশার্স। বইটির নামকরণ করা হয় ‘জগৎ কুটির’। উল্লেখ্য, ঢাকার ওয়ারীতে যে পৈতৃক বাড়িতে শিশু অমর্ত্য দিনযাপন করেছিলেন, সেই অপূর্ব ভালোবাসার বাড়িটির নাম ছিল ‘জগৎ কুটির’। পুরোপুরি ৫০০ পৃষ্ঠার বইটিতে পাঁচটি পর্বে ২৬টি অধ্যায় রয়েছে। বইটির রচনাশৈলী এতটাই আকর্ষণীয় যে, বইটি পড়া শুরু করলে শেষ না করে অন্য কোনো কাজে মনোযোগ দিতে পারবেন না।
তবে এখানে একটি বিশাল বড় তবে রয়েছে। সেটি হলো, বাংলা অনুবাদ সংক্রান্ত। বইটি আমার বাংলা ও মূল ইংরেজি দুটোতে পড়বার সুযোগ হয়েছে। বাংলা অনুবাদ করেছেন তিনজন। অনির্বাণ চট্টোপাধ্যায়, কুমার রাণা ও সৌমিত্র শংকর সেনগুপ্ত। অনুবাদ ঝরঝরে কিন্তু সুতোটি কোথায় যেন ছেঁড়া।
0 Comments