Ticker

6/recent/ticker-posts

মহাকাল পেরিয়ে এসে - প্রফুল্ল রায়

মহাকাল পেরিয়ে এসে - প্রফুল্ল রায়
মহাকাল পেরিয়ে এসে - প্রফুল্ল রায়

ইংলন্ডের এক অভিজাত বংশের সন্তান কেনেথ উইলিয়াম প্যাটারসন ছিলেন চরম বর্ণবিদ্বেষী, ভারতীয় ‘নেটিভ’দের তিনি প্রচণ্ড ঘৃণা করতেন। প্রায় নয় দশক আগে তখনকার অখণ্ড বাংলায় তিনি ছিলেন একজন নৃশংস, অত্যাচারী পুলিশ অফিসার। পৃথিবীর এই প্রান্তে ব্রিটিশ রাজত্ব অটুট রাখতে বাংলার বহু স্বাধীনতা-সংগ্রামী বিপ্লবীকে নির্বিচারে, নিষ্ঠুরভাবে হত্যা করেছেন। কেনেথের চতুর্থ প্রজন্মের বংশধর জেমস কেম্ব্রিজের একজন তরুণ গবেষক। সে উদার, মানবতাবাদী। তার মধ্যে বর্ণবিদ্বেষের লেশমাত্র নেই। হঠাৎ প্রপিতামহ কেনেথের অনেককাল আগের জীর্ণ, পুরনো কয়েকটা ডায়েরি পড়ে সে শিউরে ওঠে। এগুলোর পাতায় পাতায় বিপ্লবীদের হত্যাকাণ্ডের অনুপুঙ্খ বিবরণ রয়েছে। জেমসের জন্মের অনেক আগেই ভারত স্বাধীন হয়েছে। প্রপিতামহ কেনেথের জঘন্য কৃতকর্মের কারণে গ্লানিবোধে সে চলে আসে ভারতীয় উপ-মহাদেশে। প্রথম সে যায় বাংলাদেশে, তারপর আসে, তারপর পশ্চিম বাংলায় । উদ্দেশ্য—বিপ্লবীদের বংশধরদের খুঁজে বের করে প্যাটারসন পরিবারের পক্ষ থেকে ক্ষমাপ্রার্থনা। পশ্চিম বাংলায় সে ঘটনাচক্রে জড়িয়ে পড়ে ঐন্দ্রিলা নামে এক তরুণী এবং তাদের পরিবারের সঙ্গে। তাছাড়া আরও অজস্র মানুষ তো আছেই। জেমসের ভারত-সন্ধান তাকে কোন উপলব্ধিতে পৌঁছে দিল তাই নিয়ে এই অসামান্য আখ্যান ‘মহাকাল পেরিয়ে এসে’!
বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক! সাধ্যের মধ্যে থাকলে বইটি কিনবেন এই প্রত্যাশা রইলো।

Post a Comment

0 Comments