সমরেশ মজুমদারের 'তাঁহাদের কথা'।
আংরাভাসা নদীর পাশের চা বাগানের সেই শৈশব থেকে জলপাইগুড়ি শহরের স্কুল। সেখান থেকে কলকাতা। কলেজ ও বিশ্ববিদ্যালয়। তারপর...? বাংলাসাহিত্যের অন্যতম কথাশিল্পী সমরেশ মজুমদার। দীর্ঘ সাহিত্য-যাত্রার পরিণত বয়সে পৌঁছে যিনি উচ্চারণ করলেন, “আমার জীবনে যাঁদের উপস্থিতি না থাকলে অর্থহীন হয়ে থাকতাম, তাঁদের সম্পর্কে কিছু কথা বলার অধিকার কতটা আছে জানি না, কিন্তু প্রতিটি শব্দ লেখার সময় অন্তর থেকে বিনম্র প্রণাম জানিয়েছি।…”বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক! সাধ্যের মধ্যে থাকলে বইটি কিনবেন এই প্রত্যাশা রইলো।
0 Comments