Ticker

6/recent/ticker-posts

নির্বাচিত গল্প - ইসমত চুগতাই

amarboi
নির্বাচিত গল্প - ইসমত চুগতাই

সম্প্রতি পড়ে ফেললাম বইটি। ইসমত চুগতাই গভীরতর কোনো প্রশ্নে নিজের বিশ্বাসের কথা উল্লেখ করেছেন। বলেছেন তিনি মুসলমান, মূর্তিপূজা তাই পাপ। ‘কিন্তু পুরাণ আমার জাতীয় ঐতিহ্যের অংশ যেখানে সুদীর্ঘ এক সময়কালের সংস্কৃতি ও দর্শন মিশে গেছে।' স্পষ্ট উচ্চারণ করেছেন যে একটি জাতির ধর্ম ও দর্শন দুটি ভিন্ন জিনিস। তাই ভারতবর্ষের মাটি, সূর্যালোক ও জলের মতোই ধর্ম ও সংস্কৃতিকেও তিনি সমানভাবে গ্রহণ করতে চেয়েছেন। ভাবলে অবাক হতে হয় এখন থেকে আট দশকেরও আগে ‘লিহাফ'-এর মতো সমকামের গল্প লিখেছিলেন ইসমত চুগতাই, এই ভারতবর্ষেরই একটি ভাষায়। স্বামীর শরীর ও প্রেমবর্জিত বেগমজান কেমন করে তার বিকল্প জীবন ও যৌনতা খুঁজে নিল, তার এক মেদহীন কাহিনি এটি। কী সহজিয়া কথনরীতি ইসমতের এবং একই সঙ্গে কী অদ্ভুত তাঁর গদ্যের কৌতুক ও উপমা! ইসমত লেখেন, ‘মানত দেওয়া তাবিজ ব্যর্থ হল। নির্জনে বসে বশীকরণ ও টোটকা করা আর সারারাত জেগে ওজিফা পড়াও কাজে এল না। পাথরে কী জোঁক লাগে? গল্পটিতে সেই অর্থে যৌনতার কোনো বিবরণই নেই অথচ অন্ধকার ঘরের মধ্যে বেগমজানের লেপের দোলার মধ্যে দিয়ে সেকথা বুঝিয়ে দিলেন গল্পকার। সেখানেও এক চমৎকার উপমার ব্যবহার, ‘মনে হল তার মধ্যে একটা হাতি আটকা পড়েছে।’

যারা বইটি পড়বেন আশাকরি নিরাশ হবেন না।


বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক! সাধ্যের মধ্যে থাকলে বইটি কিনবেন এই প্রত্যাশা রইলো।

Post a Comment

0 Comments