উঠান - আমজাদ হোসেন
রুস্তম সরকার ছিল একজন কামলা। বিয়ে করে মনিবের মেয়ে কমলা সুন্দরীকে। কমলার স্বর্ণালংকার বিক্রি করে সে চলে যায় আসামে। কাঠের ব্যবসা করে হয়ে ওঠে আঙুল ফুলে কলাগাছ। ভাই, ভাদ্রবধূ, তাদের ছেলে-মেয়ে, নাতি-নাতনি মিলে এক বিরাট সংসারের কর্তা হয়ে ওঠে সে। বড় একটা উঠানকে ঘিরে এদের বসবাস। এই বিরাট সংসার চলে রুস্তম সরকারের আঙুলের ইশারায়। সেখানে ব্যতিক্রম হিসেবে হাজির হয় রুস্তমের নাতবউ চিনি। এক বিপ্লবীর মেয়ে।
এদিকে ভারতবর্ষে রাজনীতি তখন ব্রিটিশবিরোধী আন্দোলনে উত্তাল। চিনিকে দেখা যাবে এই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে সেই সশস্ত্র আন্দোলনে জড়িয়ে পড়তে। দাদি কমলা সুন্দরী তার ঘর থেকে বের হন না, কিন্তু তিনিই হয়ে ওঠেন চিনির প্রধান অনুপ্রেরণা।
রুস্তম সরকারের উঠানে দয়া-মায়া, প্রেম-ভালোবাসার জায়গা নেই। বাড়ির গাছে কোকিল ডাকলে গুলি করে মারে রুস্তম। তবু সেখানে প্রেম আসে এই গল্পের কথক রুস্তম সরকারের নাতি ভুবন সরকারের জীবনে। কিন্তু সব ম্লান হয়ে যায় বিশ্বযুদ্ধের ডামাডোলে। যুদ্ধ শেষে ব্রিটিশরা চলে গেলে বিপ্লবী চিনি এক নতুন রূপে হাজির হয়। রুস্তম সরকারের মৃত্যুর মধ্য দিয়ে তার অবরুদ্ধ উঠান মুক্তি পায়। বাংলাদেশের প্রান্তবর্তী জীবনের রূপায়ণই, ব্রিটিশবিরোধী আন্দোলন আর
স্বাধীনতা—বিরাট ক্যানভাসের এই উপন্যাস পাঠককে আন্দোলিত করবে।
বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক! সাধ্যের মধ্যে থাকলে বইটি কিনবেন এই প্রত্যাশা রইলো।
0 Comments