অশোক ও মৌর্যদের পতন - রোমিলা থাপার
১৯৬১ সালে ক্লারেনডন প্রেস প্রকাশিত গ্রন্থের সংশোধিত এই সংস্করণে একটি দীঘ ‘পরের কথা’য় প্রথম প্রকাশের পরে সংঘটিত নানা গবেষণা নিয়ে আলোচনা করা হয়েছে। ১৯৬১-র পরে আবিষ্কৃত শিলানুশাসনের স্থানসমূহের একটি অতিরিক্ত মানচিত্র ছাড়াও সংশোধিত গ্রন্থপঞ্জী ও শব্দসূচিও এই সংস্করণে রাখা হয়েছে। মৌর্যদের সমগ্র ইতিহাসই অশোক ও মৌর্যদের পতনের-র বিষয়বস্তু হলেও এর প্রধান লক্ষ্য অশোকের রাজত্ব ও কর্মকাণ্ডের ওপর নিবদ্ধ। প্রধানত যে-সব অনুশাসন তিনি জারি করেছিলেন তার ভিত্তিতেই তাঁর নীতিসমূহ পরীক্ষা করে ঐতিহাসিক প্রেক্ষাপটে স্থাপন করে এই যুক্তি দেখানো হয়েছে যে, যদিও ওই নীতির একাংশ বৌদ্ধ-ধর্মের সঙ্গে তাঁর সম্পর্কের সঙ্গে যুক্ত, তবুও বেশ কিছু নীতির উদ্ভব হয়েছে সেই সময়ের সামাজিক ও অর্থনৈতিক বৈশিষ্ট্য থেকেও। এই বিশ্লেষণ অশোকের ওপর অন্যান্য গবেষণার সঙ্গে সম্পূর্ণ স্বতন্ত্র। মৌর্যযুগকে দেখা হয়েছে উপমহাদেশের প্রথম সাম্রাজ্য হিসেবে, যার জন্যে প্রয়োজন ছিল এক পরিবর্তনশীল আর্থ-রাজনৈতিক কাঠামোর পক্ষে উপযুক্ত প্রশাসন, উপমহাদেশব্যাপী বিস্তীর্ণ অঞ্চলের পক্ষে যথেষ্ট যোগাযোগ ব্যবস্থা, এক বহু সংস্কৃতি-সম্পন্ন জনসমষ্টির সমর্থন লাভের জন্যে নতুন মতাদর্শগত প্রচেষ্টা। এর থেকে প্রাচীন ভারতের ইতিহাসে এক নতুন ব্যাখ্যা ও পরবর্তীকালের ঘটনাবলীর সঙ্গে নানা যোগসুত্র পাওয়া যায়। প্রাচীন ভারতীয় ছাত্রদের কাছে দীর্ঘদিন ধরে এক অত্যাবশ্যকীয় পাঠ্যপুস্তক হিসেবে সুপ্রতিষ্ঠিত এই গ্রন্থের এই নতুন সংস্করণটি সমস্ত ঐতিহাসিকের কাছেও এক অপরিহার্য গ্রন্থ হিসেবে গণ্য হবে।
বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক! সাধ্যের মধ্যে থাকলে বইটি কিনবেন এই প্রত্যাশা রইলো।
0 Comments