আমার চ্যাপলিন
যদি খ্রিস্ট আজ দণ্ডিত হতেন, তবে আমি নিশ্চিত যে, বধ্যভূমিতে ক্রুশকাঠের সঙ্গে তাঁর সঙ্গী হত একটি টুপি আর একটি ছড়ি। শাস্তিপ্রাপ্ত মানুষের যে-ছবি আমাদের মনে দেশ-জাতি-বর্ণ ও ধর্ম নিরপেক্ষভাবে তৈরি হয়ে আছে বিশ শতকের দ্বিতীয় ভাগ থেকে, তা তো নির্বিকল্প ও অবিস্মরণীয় চার্লস - স্পেনসার চ্যাপলিনেরই। লোকে এতবড় নাম মনে রাখেনি। সসাগরা ধরিত্রীতে আবালবৃদ্ধবনিতার কাছেই তিনি চার্লি। তাঁর জনপ্রিয়তাকে স্পর্শ করতে পারে এমন দুঃসাহস কারও নেই, না চে গেভারার, না পেলের, না মাইকেল জ্যাকসনের। চলচ্চিত্র তারকাদের প্রশ্ন আর না-ই বা তুললাম। এমনকী, গোদারের মতো নাকউঁচু মানুষ তাঁর যাবতীয় ঔদ্ধত্য বাদ দিয়ে প্রায় প্রণামের মতো নিবেদনে বলেন, চলচ্চিত্রের দুনিয়ায় একমাত্র চ্যাপলিন প্রসঙ্গেই ‘মানবিক' অভিধাটি নির্দ্বিধায় প্রয়োগ করা যায়। আর নববাস্তববাদের পুরোহিত রসোলনি তো ‘নিউ ইয়র্কে জনৈক রাজা' বিষয়ে চূড়ান্ত বিস্ময়টি লিপিবদ্ধ করেন— এটি ‘একজন স্বাধীন মানুষের রচনা' ! সুতরাং চার্লি চ্যাপলিন প্রসঙ্গে কোনওরকম মূল্যায়ন কত যে কঠিন !
আসুন চ্যাপলিনকে নিয়ে একটি ছোট ভিডিও দেখি সম্পূর্ণ বাংলায়।
#charliechaplin #banglaboi #bengalibooks #bengalifilm #চার্লিচ্যাপলিন #mrinalsen #মৃণালসেন
0 Comments