দেবেশ রায়ের প্রায় দেড়শো গল্পের মধ্য থেকে বাছাই করা কিছু গল্পের সংকলন । যা পাঠককে মুক্তি দেবে চেতনার সীমাবদ্ধতা থেকে।
কোনও একজন লেখকের শ্রেষ্ঠ গল্প বাছাই করা অন্য কারও পক্ষে খুব মুশকিল। বিশেষ করে তিনি যদি দেবেশ রায় হন। যিনি নিজের কোনও গল্পকেই ‘শ্রেষ্ঠ' মনে করতেন না। এ গ্রন্থের গল্পসূচির কোনও ক্রম নেই। সম্পাদকের মতে গোছালে সাজানো মনে হচ্ছিল, তাই এলোমেলো। তাঁর শ'দেড়েক গল্পের মধ্যে গুটিকয়েক বাছাই করে তৈরি এই সংকলন।
তিনি কখনো নিজের পুনরাবৃত্তি করেন না।
সরোজ বন্দ্যোপাধ্যায়
বাংলা সাহিত্যে দোসরহীন, তাকে সেই মর্যাদা দিয়েই দেখতে হবে।
সত্যেন্দ্রনাথ রায়
চরম আধুনিক লেখক বলে মনে হয় ।
সন্দীপন চট্টোপাধ্যায়
ভিন্নতর এক গদ্যস্থাপত্যে উপন্যাসের বৃহৎ নির্মাণ।
অমলেন্দু চক্রবর্তী
এই আধুনিক সময়ের সম্ভবত সবচেয়ে আধুনিক গল্পকার।
অশ্রুকুমার সিকদার
আধুনিক বাংলা-উপন্যাস ঠিক যে যে জায়গায় দুর্বল, ঠিক সেইখানেই দেবেশের রাজকীয় আধিপত্য ।
পূর্ণেন্দু পত্রী
দেবেশ নিবিষ্টচিত্ত নিপুণতায় প্রায় একটি মহাকাব্য লিখেছেন যা একই সঙ্গে উপন্যাস এবং সমকালীন ইতিহাস, কিন্তু ঐতিহাসিক উপন্যাস নয় ৷
শিবনারায়ণ রায়
আমাদের সময়ের শ্রেষ্ঠ ঔপন্যাসিক দেবেশ রায়।
শঙ্খ ঘোষ
বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক! সাধ্যের মধ্যে থাকলে বইটি কিনবেন এই প্রত্যাশা রইলো।
0 Comments