Ticker

6/recent/ticker-posts

গল্পসমগ্র - সৈয়দ শামসুল হক

amarboi
গল্পসমগ্র - সৈয়দ শামসুল হক

গল্প লিখছি আজ পয়তাল্লিশ বছর হয়ে এলো, প্রথম বছরের মাথাতেই গল্প লেখার ইতি ঘটে যেত যদি না আমার প্রথম গল্পের প্রকাশক একটি দিন এক দুঃখের সন্ধ্যায় আমার কাঁধে স্নেহের হাত না রাখতেন; ব্যক্তিটি প্রয়াত লোহানী, ‘অগত্যা' নামে এক অসাধারণ পত্রিকা সম্পাদনা করতেন, তাঁর কাগজে আমার প্রথম গল্পটি ছাপা হয় এবং গল্পটি ষোলোআনা আমার ছিল না-প্রবোধকুমার সান্যালের ‘ক্ষয়' নামে একটি গল্পকে অদলবদল করে, চরিত্রগুলোর মুসলমান নাম রেখে তৈরি করেছিলাম লেখাটি; লোহানী পরে সেই হাফচুরি ধরতে পেরেও আমাকে বঞ্চিত করেননি তাঁর সাহচার্য এবং প্রশ্রয় থেকে- ততদিনে আমার দ্বিতীয় গল্প লেখা হয়ে গেছে, একেবারে আমার তৈরি গল্প, কারও কাছে হাত পাতিনি, ডাকাতি করিনি, আপন-কল্পনায় তাকে রচনা করেছি এবং সন্ধ্যায় গল্পটি পড়ে উঠেছি পাকিস্তান সাহিত্য সংসদের পাক্ষিক বৈঠকে, সে বৈঠক হতো পাটুয়াটুলিতে ‘সওগাত' প্রেসে, গল্পটির নাম ছিল 'শেষের কবিতার পরের কবিতা' এবং বড় আশা ছিল এই এক গল্প আমাকে সাহিত্য সংসারে ঘর দেবে, কিন্তু না, আমার কপালে ছিল সীমাহীন দুঃখ- খালেদ চৌধুরী, আনিসুজ্জামান, আব্দুল গণি হাজারী, এবং আতোয়ার রহমান আমাকে যাকে বলে 'ধুয়ে’ দিলেন জরুরি রকমে, সভাশেষে তখনকার ঢাকার যাবত প্রতিষ্ঠিত কবি ও লেখকেরা একে অপরের হাত ধরে, গলা ধরে, হাসতে হাসতে নেমে পড়লেন পথে, কেউ আমার দিকে একটিবারও ফিরে দেখলেন না, আমি সজল চোখে দাঁড়িয়ে রইলাম, মূঢ় এবং একাকী, প্রেসের সমুখে ডালিম গাছটির নিচে; হঠাৎ আমার পিঠে হাত-ফজলে লোহানী, চোখের পানির জন্যে তাঁর মুখখানি ভালো করে দেখতে পেলাম না, কেবল শুনলাম তিনি বলছেন, ঐ যে ওদের দেখছ, একদিন ওরা থাকবে না, তুমি থাকবে।'

সূচিপত্র

সম্রাট / ১১ 

শীতবিকেল / ২১ 

রাত্রি / ৩৩

রোকেয়ার মুখ / 82 

হিজল কাঠের নাও / ৫০

সিঁড়ি / ৫৩

তাস / ৫৯

পুতুল / ৬৮

ব্যাধ / ৭৭

শাদা পাহাড়ের মতো / ৮৩

ফিরে আসে / ৮৭

রুটি ও গোলাপ / ১২৩

তৃষ্ণা / ১৫৪ কবি / ১৫৮

নাম / ১৭১

আনন্দের মৃত্যু / ১৭৫

বন্ধুর সঙ্গে সন্ধ্যে ও শেষ বাস / ১৮১

পরাজয়ের পর / ১৮৫

কালামাঝির চড়নদার / ১৯০

ঘরে ফেরা / ১৯৭

যদি জানতে চান / ২০০ শিকার / ২০৫

প্রাচীন বংশের নিঃস্ব সন্তান / ২০৮

যারা বেঁচে আছে / ২১৩

পূর্ণিমায় বেচাকেনা / ২২১

স্বপ্নের ভেতরে বসবাস / ২২৮

নেপেন দারোগার দায়ভার / ২৩৬

লোকটা যখন মরবে / ২৪৭

মানুষ / ২৫৫

গন্তব্য, অশোক / ২৫৮

সেই চিঠি / ২৭৭

গাছ পাথরের চঞ্চলতা / ২৮২

যুগল যুবনাশ্ব / ২৮৯ 

নানা প্রকার নীরবতা / ২৯৫

প্রথম চুম্বন / ৩৪২

নাটক, সে এবং যা হয় না / ৩৬৯

আমার বন্ধু আবদুল খালেক / ৩৭২ 

ভালোবাসা / ৩৭৮

আবদুল খালেক ফিলিপকুমার মুলাকাৎ / ৩৮৫ 

বড় দীর্ঘ ভ্রমণের স্মৃতি / ৩৯৪

অভিনেতা রূপে আবদুল খালেক / ৪০১ 

আরিচার পথে এক ভদ্রলোক / ৪০৮ 

আবদুল খালেকের আবার রাজনীতি / ৪১৩ 

ভাল করে কিছুই দেখা যাচ্ছে না বলে / ৪23 

নেয়ামতকে নিয়ে গল্প নয় / ৪২৭

জলেশ্বরীর দুই সলিম / ৪৩৫

মনোহরকে পাওয়া যাচ্ছে না / 883

আজাহারের মাতৃ শোক / ৪৪৬

শরবতির পাশ ফেরা / ৪৫০

কোথায় ঘুমোবে করিমন বেওয়া / ৪৫৪

সাহেব চান্দের ঈদ-ভোজন / ৪৬০ 

সোনার মা বর্গুন বিবি / ৪৬৮ 

জমিরউদ্দিনের মৃত্যু বিবরণ / ৪৭৫ 

গুপ্ত জীবন, প্রকাশ্য মৃত্যু / ৪৮১ 

আরো একজন / ৪৮৯

গাধা জ্যোৎস্নার পূর্বাপর / ৪৯৫ 

যেনবা এক মহামারী থেকে / ৫০১

জীবিতের ভয় / ৫০৭

সংসদ সদস্যের জুতো / ৫১২

জারজ / ৫১৮

বিয়ের দেড় মাস পরে ফৌজিয়া

কিম্বা পুরুষ তার চেনা হয়ে গেছে / ৫২৩

পতন / ৫৩০



বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক! সাধ্যের মধ্যে থাকলে বইটি কিনবেন এই প্রত্যাশা রইলো।

Post a Comment

0 Comments