'পাণ্ডুলিপি থেকে প্রুফ-সংশোধন' বইটিতে কবিতা-নাটক-চিত্রনাট্য-গল্প বা উপন্যাস 'ক্রিয়েটিভ রাইটিং'এর নানা পরিসর নিয়ে সহজ ও সাবলীল ভঙ্গিতে আলোচনা করা হয়েছে। বাংলা ভাষায় গবেষণামূলক প্রবন্ধ লেখার সময় ব্যবহৃত নানা উৎসের উল্লেখ কীভাবে করা হবে, তা নিয়েও রয়েছে সুচিন্তিত মতামত; রয়েছে এই দুধরনের লেখাতেই বিরাম চিহ্ন ব্যবহারের কিছু বিশেষ নির্দেশনা। এছাড়া আছে প্রুফ-সংশোধনের চিহ্ন সহ মুদ্রণ-শিল্পের সঙ্গে জড়িত নানা গুরুত্বপূর্ণ প্রসঙ্গের বিস্তৃত আলোচনা। লেখক, সম্পাদক, প্রকাশক বা যাঁরা 'ক্রিয়েটিভ ও অ্যাকাডেমিক রাইটিং' শিখতে চান অথবা 'কপি এডিটিং', 'প্রুফরিডিং'-কে পেশা হিসেবে নিতে চান, তাঁদের সবার জন্যই খুব সময়োপযোগী এই বইটি।
বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক! সাধ্যের মধ্যে থাকলে বইটি কিনবেন এই প্রত্যাশা রইলো।
0 Comments