Ticker

6/recent/ticker-posts

বাংলা ভাষার উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ - ড. মোহাম্মদ আজম

amarboi
বাংলা ভাষার উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ - ড. মোহাম্মদ আজম
বাংলা ভাষার উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ বইটি যে-গবেষণাকর্মের মুদ্রিতরূপ তার তত্ত্বাবধায়ক ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। গবেষণাপত্রটি পরীক্ষা করেছিলেন অধ্যাপক ভূইয়া ইকবাল এবং অধ্যাপক বিশ্বনাথ রায়। তিনজনই মোটের উপর প্রশংসাসূচক মন্তব্য করেছেন নিজ নিজ মূল্যায়নপত্রে। এর মধ্যে অধ্যাপক বিশ্বনাথ রায়ের প্রশংসা যে কেবল আলঙ্কারিক নয় তার প্রাথমিক প্রমাণ মূল্যায়নপত্রের দৈর্ঘ্য এবং সিদ্ধান্তগ্রহণপদ্ধতি। চূড়ান্ত প্রমাণ এই যে, অন্য একটি নিবন্ধে তিনি প্রায় সমরূপ বিশ্লেষণ ও মন্তব্যে গবেষণাকর্মটির ব্যাপারে তার পক্ষপাত জানিয়েছেন। কৃতজ্ঞতাপূর্বক তার মন্তব্য থেকে দুটি অংশ উদ্ধৃত করে দিচ্ছি : “প্রায় হাজার বছর ধরে বৃহৎবঙ্গে বাংলা ভাষার যে স্বাতন্ত্র্য ও মর্যাদা অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত বজায় ছিল, য়ুরোপীয় উপনিবেশের কালে নানা কারণে ও বিচিত্র অভিঘাতে তা ক্রমশ ক্ষুন্ন হতে থাকে। এই উপনিবেশিত বাংলা ভাষাকে কীভাবে রবীন্দ্রনাথ বি-উপনিবেশায়নের পথে নিয়ে গেলেন তার বহুমাত্রিক জটিল প্রক্রিয়াটি বহু পরিশ্রম ও নিষ্ঠায় যে ভাবে এই গবেষণা সন্দর্ভের নয়টি অধ্যায়ে ধাপে ধাপে তুলে ধরা হয়েছে তা বেশ কঠিন কাজ। গবেষক সেই কঠিন কাজে শুধু ব্রতী হননি, তাতে সফল হয়েছেন পূর্ণমাত্রায়। ভাষাতাত্ত্বিক রবীন্দ্রনাথ কিংবা রবীন্দ্রনাথের ভাষাচিন্তা নিয়ে বেশকিছু প্রবন্ধ ও যে গুটিকয়েক গ্রন্থ ইতিপূর্বে লেখা হয়েছে সেগুলি শুধু খণ্ডিত বা আংশিক নয়, কোনো কোনো বই খুবই উপর উপর লেখা।... এই প্রথম বাংলা ভাষার ক্রমবিবর্তনে রবীন্দ্রনাথের সার্বিক ভূমিকাটি পূর্ণাঙ্গ ঐতিহাসিক মূল্যমানে প্রতিষ্ঠা পেল বলা যায় ।...

বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক! সাধ্যের মধ্যে থাকলে বইটি কিনবেন এই প্রত্যাশা রইলো।

Post a Comment

0 Comments